সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

প্রতিমা তৈরিতে ব্যস্ত শরীয়তপুরের মৃৎ শিল্পীরা

শরীয়তপুর প্রতিনিধি

প্রতিমা তৈরিতে ব্যস্ত শরীয়তপুরের মৃৎ শিল্পীরা

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের মৃৎ শিল্পীরা। বাঙালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব উপলক্ষে শরীয়তপুর জেলায় এ বছর ৯৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা অর্চনা। এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৩০টি, নড়িয়া উপজেলায় ৩২টি, জজিরা উপজেলায় ৫টি, ভেদরগঞ্জ উপজেলায় ১৭টি, ডামুড্যা উপজেলায় ৮টি এবং গোসাইরহাট উপজেলায় ৬টি পূজা অনুষ্ঠিত হবে। 

দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দিরগুলোতে চলছে পূজার প্রস্তুতি। প্রতিমা শিল্পীর সুনিপুণ ছোয়া আর রংতুলির আচরে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে দিন রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। 

দুর্গাপূজাকে সামনে রেখে শরীয়তপুর জেলার ৬ টি উপজেলার ৯৮টি মণ্ডপের পূজা উদযাপন কমিটি ব্যাস্ত সময় পার করছে। কোন কোন মণ্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার পস্তুতিও চলছে। 

আগামী ২০ অক্টোবর শুক্রবার দেবী দুর্গার বোধন পূজা ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগরবৃন্দ এখানে এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিটি পূজামণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, মহিষ, পেচা, হাঁস, সর্পসহ বিভিন্ন  প্রতিমা। 

শরীয়তপুর সদর উপজেলার পূর্ব কোটাপাড়া নিবাসী মৃৎশিল্পী রামকৃষ্ণ পাল বলেন, এ সময় আমরা প্রতিমা তৈরির কাজে খুব ব্যাস্ত থাকি। এ সময় আমাদের দিন রাত শ্রম দিতে। আর কয়েকদিন পরেই দুর্গাপূজা আমাদের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন রং ও সাজসজ্জার কাজ চলছে।

টিএইচ